বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবা নন্দীগ্রাম উপজেলার কৈডালা গ্রামের সারফুল হকের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় রণবাঘা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী হাবিবা খুতন (১৩) ও নুপুর খাতুন (১৩) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া-নাটোর সড়কের কৈডালা মোড় (টিটিগাড়ী মোড়) এলাকায় পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাবিবা খাতুন মারা যায়।
এসময় গুরুতর আহত নুপুর খাতুনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/ ১৮ মে ২০১৭/আরাফাত