মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আজ সকালে উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর গ্রামের চরাঞ্চলে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। গুলিবিদ্ধ সুজন (২৮) আকবরনগর গ্রামের আলী হোসেনের ছেলে। তাকে আহত অবস্থায় নারায়ণগঞ্জের খানপুর এলাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া টেঁটাবিদ্ধ মানিক (২০), মোহাম্মদ আলী (২৫) ও মজিবর মন্ডলকে ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। মজিবর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পূর্ব জাজিরা গ্রামের বাসিন্দা। তার পায়ে ও রানে তিনটি টেঁটাবিদ্ধ হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হাজী মোনতাজ ও মোক্তার হোসেন গ্রুপ এবং প্রতিপক্ষ হাজী সামেদ আলী, কাশেম ও খালেক মাদবর গ্রুপের মধ্যে দ্বন্ধ চলে আসছিল। এরই জের ধরে সকালে হাজী মোনতাজকে হাজী সামেদ আলী গ্রুপের লোকেরা অপহরণ করার চেষ্টা চালায়। এ সময় হাজী মোনতাজ ও মোক্তারের লোকজন খবর পেয়ে প্রতিহত করার চেষ্টা করে। এক পর্যায় দু’গ্রুপের ৪’শ থেকে ৫’শ লোক দা, বটি, টেঁটা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন গুলিবিদ্ধসহ আহত হয় ১০ জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, দু’গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে দুই পক্ষেই অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা রুজুর প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার