শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।
আজ দুপুরে ত্রাণ বিতরণের সময় শামীম বলেন, বাংলাদেশের মানুষ রোগে ভুগে মারা যাবে না। কোথাও না খেয়ে মারা যাবে না। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ দারিদ্র্যমুক্ত হবে। বিশ্বে সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। কারণ আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, নিজেদের জন্য নয়। আওয়ামী লীগ ক্ষমতা আসে জনগণকে দিতে। আর অন্যরা ক্ষমতায় আসে নিতে, নিজেদের আখের গোছাতে। শরিয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে কাল বৈশাখী ঝড়সহ অকাল বন্যায় যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অনুরোধ জানাচ্ছি জননেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। সরকার আপনাদের পাশে আছে।
সম্প্রতি কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের পক্ষে আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেন তিনি। এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ছাবেদুর রহমান খোকা সিকদার, সখিপুর থানা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির মোল্লা, জেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদল, কাছিকাটা ইউপি চেয়ারম্যান আবুল হাসেম দেওয়ান, চরাত্রার ইউপি চেয়ারম্যান সেলিনা রতন, সোহেল মুন্সি, জেলা পরিষদ সদস্য আনোয়ার বালা, আলম বয়াতি, নওপাড়া আওয়ামী মাহবুব হাওলাদার প্রমুখ।
এনামুল হক শামীম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আওয়ামী লীগ সরকার আছে। প্রধানমন্ত্রী দুর্গতদের জন্য যে উদ্যোগ নিয়েছেন তাতে আর সমস্যা হবে না। আপনারা মনোবল হারাবেন না। গৃহহারাদের ঘরের ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে যা যা করা দরকার তা করা হবে। আওয়ামী লীগ সরকার আমলে কোন মানুষ না খেয়ে মারা যায় না। যে কোনো দুযোর্গ কাটিয়ে উঠতে আমরা সক্ষম।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন