লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. রাসেল ওরফে কালা রাসেল নামে এক ডাকাত নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর রাতে চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া বিনি দিঘির পাড় এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। এর আগে সকালে বন্দুক, গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
নিহত রাসেল পাশের জেলা নোয়াখালীর চাটখিল উপজেলার চয়ানী টকবা গ্রামের আব্দুল করিমের ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালির চাটখিল ও চন্দ্রগঞ্জ থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে বলে জানান লক্ষ্মীপুরের পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন।
এদিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, ডাকাত কালা রাসেলকে বৃহস্পতিবার সকালে অস্ত্রসহ গ্রেফতারের পর শুক্রবার ভোর রাতে তাকে নিয়ে পুলিশ আরও অস্ত্র উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ডাকাতরা গুলি ছুড়ে, পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। এসময় ডাকাত রাসেল গুলিবিদ্ধসহ পুলিশের এসআই কুষিজন চাকমা, কনস্টেবল শামছুল হক, হেমায়েত হোসেন আহত হন। পরে আহত রাসেলকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণ করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর গ্রামের কবিরাজ বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে ডাকাত রাসেল ও তার সহযোগী বাবলুকে অস্ত্র ও মাদকসহ আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/১৯ মে ২০১৭/এনায়েত করিম