নোয়াখালীর কবিরহাট উপজেলার মালিপাড়া গ্রামে বাকের হোসেন হত্যা মামলার অন্যতম আসামি ছালেহ আহম্মদকে (৪২) জনন্দ চৌধুরী হাট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে স্থানীয় জনতা হত্যা মামলার আসামিকে আটকের পর পুলিশে সোপর্দ করেন। পরে কবির হাট থানা পুলিশের মাধ্যমে সি আই ডি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে জুন মাসে কবির হাটে রাজুর গাও গ্রাম থেকে বাকের হোসেনকে (২২) কৌশলে ডেকে নিয়ে যায় ছালেহ আহম্মদসহ কয়েক জন। পরে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরের দিন মালি পাড়া ডোবা থেকে লাশ উদ্বার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা জয়নাল আবদীন বাদী হয়ে ছালেহ আহম্মদ, আজমীর হোসেন ইকন, বজলে রহমান বজু ও ফারুক সহ ৭ জনকে আসামি করে কবিরহাট থানায় মামলা করে।
পরবর্তীতে ঐ মামলাটি সিআইডি পুলিশের নিকট তদন্তের জন্য দেয়া হয়। দীর্ঘ ১ বছর পর বাকের হত্যা মামলার আসামি ছালেহ আহম্মদ গ্রেফতার হলেও বাকিরা গ্রেফতার হয়নি। সিআইডি এসআই শাহ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে নেয়া হবে এবং পরে তার রিমান্ড চাওয়া হবে। বাকি আসামিরা এখোনো গ্রেফতার হয়নি।
কবির হাট থানার ওসি মির্জা হাসান আসামিকে সিআইডি পুলিশ গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৭/হিমেল