টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কলেজের ফজিলাতুন্নেছা ছাত্রী নিবাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. রেজাউল করিম এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
বাঁশরী টাঙ্গাইল শাখার উদ্যোগে আয়োজিত সংগঠনের সভাপতি প্রফেসর নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন সা’দত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান, রোটারী ঢাকা নর্থ ওয়েস্টের ডেপুটি গভর্ণর ডা. হাসরাত আরা বেগম, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, সুচিত্রা হাজং, সরকারি সা’দত কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।
কর্মশালায় এক হাজার ছাত্রী অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ