ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ডাংগী নামক স্থানে সকাল সাড়ে দশটার দিকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে দোকানে ঢুকে পড়ায় তিনজন নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রবিশাল থেকে ছেড়ে আসা সোনারতরী পরিবহনের একটি বাস ভবুকদিয়া নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারায়। এসময় বাসটি কয়েকজন পথচারীকে চাপা দিয়ে একটি মুদি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মেহেরুন নেছা, সেকেন সেক ও ওয়াজেদ নামের তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় ৮ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
দুর্ঘটনার পর পরই উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে এবং ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। বর্তমানে স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ফলে ঘটনাস্থলের উভয় পাশে কয়েক হাজার যানবাহন আটকে রয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ