লক্ষ্মীপুরে দুদক কর্মকর্তা ও চ্যানেল ২৪ এর সাংবাদিক পরিচয় দিয়ে এক শিক্ষককে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবী করে প্রতারনাকালে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে শহরের সমসেরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন স্থানীয় বাঞ্চানগর এলাকার সাইদুল হকের ছেলে মহসিন ও লোকমান হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, স্থানীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আবুল কালাম আজাদের প্রাইভেট পাড়ানোর বিষয়কে কেন্দ্র করে স্থানীয় ওই দুই যুবক তার বাসায় যান। এসময় একজন চ্যানেল ২৪ এর সাংবাদিক ও অপরজন দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে ওই শিক্ষককে ভয় ভিতি প্রর্দশনসহ চাদাঁ দাবি করে। টাকা না দিলে তাকে ও তার স্ত্রী (কলেজ শিক্ষিকা) কে লক্ষ্মীপুর থেকে বদলী করে দেয়ার হুমকি দেন। পরে ওই শিক্ষক কৌশলে পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে।
রাতেই ওই শিক্ষক বাদী হয়ে থানায় মামলা করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন