ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে রিয়াজুল ইসলাম (২০) নামের এক শ্রমিক মারা গেছে। আহত হয়েছে ওবায়দুল (৩০) ও রুবেল হোসেন (১৮) নামের অপর দুই শ্রমিক। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও ফরিদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মোঃ সাইফুজ্জামান জানান, বেলা ১২টার দিকে পশ্চিম খাবাসপুর এলাকার আবুল কাসেম মিয়ার বাড়ীতে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামে তিন শ্রমিক। এসময় রিয়াজুল নামের একজন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ