টাঙ্গাইলের মির্জাপুরে মেয়াদ উত্তীর্ন ও ভেজাল ওষুধ রাখা ও বিক্রির অপরাধে তিন ফার্মেসির কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
মঙ্গলবার বিকেলে উপজেলার পাকুল্যা বাজারে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসরাত সাদমীন এ অভিযান চালায়।
এসময় সাখাওয়াত হোসেন ও মিনহাজ উদ্দিনের ফার্মেসিতে ৩০ হাজার, বাপ্পী মুন্সীর ফার্মেসিতে ১০ হাজার ও আব্দুল বারীর ফার্মেসি থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
১৯৪০ সালের ওষুধ আইনে ভেজাল ও মেয়াদ উত্তীর্ন ওষুধ দোকানে রাখা ও বিক্রি অপরাধে তাদের কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করা হয়েছে বলে নির্বাহী অফিসার ও ভ্রাম্যমানণআদালতের বিচারক ইসরাত সাদমীন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৭/হিমেল