কুমিল্লার সদর দক্ষিণে সড়কের পাশ থেকে অজ্ঞাত (২৪) এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা-নোয়াখালী সড়কের সদর দক্ষিণ উপজেলার দত্তপুর ব্রিজের কাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত তরুণীর পরিচয় এখনও জানা যায়নি।
ওসি নজরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির কানে কানফুল রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি বিবাহিত। তাকে শ্বাসরোধে হত্যা করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে। গলায় ওড়না পেচানো ছিল। এছাড়া শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন