ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালি নদীতে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় সিমেন্ট ভার্তি একটি কার্গো জাহাজ ডুবির ঘটনায় ২দিন নিখোঁজ থাকার পর দুই ব্যক্তির লাশ উদ্ধার করছে নৌ ডুবুরী দল। আজ দুপুরে ডুবে থাকা কার্গো জাহাজের মধ্য থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে কার্গো জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃতরা হল- কার্গো জাহাজের সুকানি পান্নু মিয়া ও বাবুর্চি হাসান। পান্নু ঝালকাঠির রাজাপুরের চল্লিশ কাহনিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং হাসান ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। বাংলাদেশ নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের লে. কমান্ডার মোখলেছুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি উদ্ধারকারী দল বুধবার থেকে অভিযান চালায় এবং অভিযানের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার দুপুরে দু’জনের লাশ উদ্ধার করতে সক্ষম হন। তবে এ ঘটনায় কেহ মামলা করতে চাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে বিষখালী নদীর কাঁঠালিয়া উপজেলার মশাবুনিয়া লঞ্চঘাট এলাকায় ১৫৬০ বস্তা সিমেন্ট বোঝাই নোঙর করা একটি কার্গোকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি পূবালী-১ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। কার্গোতে থাকা তিন শ্রমিকের মধ্যে একজন মাওলাদ হোসেন সাঁতরিয়ে তীরে ওঠেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার