নওগাঁর রাণীনগরে ট্রাক্টরের চাপায় মোটর সাইকেল আরোহী ফেরদৌছি বিবি (২৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যায় রাণীনগর-আত্রাই সড়কের দূর্গাপুর এলাকায়। এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ট্রাক্টরে আগুন ধরে দেয়। নিহত ফেরদৌছি আত্রাই উপজেলার আমরুল জাতপাড়া গ্রামের মিঠন আলীর স্ত্রী।
অপরদিকে নওগাঁর সাপাহারে মোটর সাইকেল দুর্ঘটনায় মোটর সাইকেল চালক লোকমান হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাপাহার-জবই রাস্তার মানিকুড়া কবরস্থানের মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত লোকমান উপজেলার খেড়ন্দা গ্রামের ছায়েদ আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার সময় ফেরেদৌছি তার স্বামী মিঠনের মোটরসাইকেলে চরে নিজ বাড়ীর দিকে যাচ্ছিল। রাণীনগর-আত্রাই সড়কের বেতগাড়ী দূর্গাপুর মোড়ে পৌছিলে পিছন দিক থেকে একটি ট্রাক্টর স্বজোরে ধাক্কা দিলে ফেরদৌছি মোটরসাইকেল থেকে ট্রাক্টরের নিচে পরে যায়। এতে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা ট্রাকে আগুন ধরে দেয়। তবে চালক পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আত্রাই এবং নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অপরদিকে, বিকেলে উপজেলার খঞ্জনপুর গ্রামের আবুল কাশেমের কৃষি যন্ত্রপাতি মেকানিক্স এর ছেলে রমজান আলী ও লেদ মিস্ত্রি লোকমান মোটর সাইকেল যোগে জবই এলাকা হতে সাপাহারে আসছিল। রাস্তায় দ্রুত গতিতে আসা তাদের মোটর সাইকেলটি মানিকুড়া কবর স্থানের নিকট একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে সজোরে আঘাত করে। এ সময় দুজনেই মোটর সাইকেল হতে ছিটকে মাটিতে পড়ে যায় এবং গাছের সাথে মাথায় আঘাত লেগে চালক লোকমান হোসেন ঘটনাস্থলেই মারা যায় এবং আহত রমজান আলীকে চিকিৎসা জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি সিদ্দিকুর রহমান ও সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ জানান, নিহতেদর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশগুলো ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠোনো হবে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার