নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকালে আন্তঃপ্রাথমিক ১৩ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার মুক্তার পরিচালনায় বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশীদ লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন শেখ, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দাদপুর ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মুহীউদ্দীন, কেন্দ্রীয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাংবাদিক আকবর হোসেন সোহাগ, মেহেদী হাসান মিঠু সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া, শিক্ষকদের মধ্যে ছালমা আক্তার, রৌশন আক্তার ও আফসানা ফেরদৌস সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী শিশু ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ১৩টি বিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন