বরিশালের গৌরনদীতে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে বাস যাত্রীরা।
বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। আটক ২ জন হলেন মাদারীপুরের চরমুগুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাকির হোসেন ও গোপালগঞ্জের মোল্লাদী গ্রামের রসিদ মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, মেহেন্দীগঞ্জের ভাষানচর গ্রামের মাছ ব্যবসায়ী ইসহাক খান যশোরে মাছ বিক্রি করে ৪ লাখ ১৫ হাজার টাকা নিয়ে সেভেন স্টার নামে একটি বাসে বরিশাল ফিরছিলেন। পথিমধ্যে ৪ সদস্যের অজ্ঞানপার্টির সদস্যরা তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে সাথে থাকা টাকার ব্যাগ হাতিয়ে নেয়। এরপর ২ জন টাকার ব্যাগ নিয়ে কৌশলে বাস থেকে নেমে যায়। বাসটি গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছালে ব্যবসায়ী ইসহাক খান বমি করতে থাকেন। এ সময় তার পাশের সিটে বসে থাকা অজ্ঞানপার্টির অপর ২ সদস্য জাকির ও জাহাঙ্গীর মোল্লা কৌশলে নেমে যাওয়ার চেষ্টা করে। এতে অন্য যাত্রীদের সন্দেহ হলে তারা ওই ২ জনকে আটকে পুলিশে সোপর্দ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ২জন অজ্ঞানপার্টির সদস্য বলে স্বীকার করেছে। এ ঘটনায় গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আফজাল।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন