টেকনাফে গুলি করে শিশু হত্যার আসামি নিয়ে অভিযান চালিয়ে ব্যবহৃত দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা করেছে পুলিশ। আজ হ্নীলার রঙ্গিখালী লামার পাড়ায় বাঁশ বাগানে মাটির নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি (এলজি) অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, গত ৩০ জানুয়ারি প্রতিবেশীর গুলিতে নিহত হয় সাত বছরের শিশু সাদেক হোসেন। এঘটনায় একই এলাকার কবির আহমদের ছেলে বেলাল উদ্দিনকে (৩০) আটক করে এবং টেকনাফ মডেল থানায় (নং-৩৯/৩০-০১-১৮ইং) মামলা দায়ের করে। পরে ওই আসামিকে ৩ দিনের রিমান্ডে এনে আসামির স্বীকারোক্তিমতে তদন্তকারী কর্মকর্তা এসআই মহির উদ্দিন খানের নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টিম টেকনাফের হ্নীলা রঙ্গিখালী লামার পাড়ায় অভিযান চালিয়ে তার বসত-ঘরের আঙ্গিনার কোনায় বাঁশ বাগানের গোড়ায় মাটির নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরী (এলজি) অস্ত্র উদ্ধার করে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন খান জানান, পুলিশ ধৃত আসামির স্বীকারোক্তিতে তার আস্তানায় অভিযান চালিয়ে সন্ত্রাসী কাজে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়। রিমান্ড শেষে তাকে ফের আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল সাদেক, মোজাহিদসহ স্থানীয় শিশুরা। এসময় একপর্যায়ে প্রতিবেশী আটক বেলাল উদ্দিন সেখানে গিয়ে শিশু মোজাহিদকে খেলা বন্ধ রাখার জন্য চড় থাপ্পড় মারে। এর জের ধরে মোজাহিদের মা নুর আয়েশার সাথে বেলাল উদ্দিনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বেলাল উদ্দিন বাড়ী থেকে দেশী বন্দুক নিয়ে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় সাদেক হোসেন (৭) ও আহত হয় মোজাহিদ উদ্দিন (১০)।
বিডি প্রতিদিন/এ মজুমদার