সিলেটের বিশ্বনাথে সীমা বেগম (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের আবদুল মতিনের মেয়ে।
সূত্র জানায়, আজ বৃহষ্পতিবার দিনের কোন এক সময় গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে সীমা। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে, আত্মহত্যার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
এ বিষয়ে কথা হলে থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তী জানান, লাশ ময়না তদন্তের জন্যে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার