লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাপের কামড়ে রবিউল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত রবিউল উপজেলার বাউরা ইউনিয়নের পেদাইটারি এলাকার হাফেজ আলীর ছেলে। তিনি লালমনিরহাট সরকারি কলেজের অনার্স (অর্থনীতি বিভাগ) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ক্ষেতে সেচ দিতে একটি সাপ রবিউলকে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/০২ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম