‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রসাশন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। আজ সকালে টাঙ্গাইল বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ মাঠ থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক জি.এম ফারুক হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নেছার উদ্দিন জুয়েল।
এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. আব্দর রাজ্জাক, জেলা রেস্তরা ও মিষ্টি ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মির্জা মাসুদ রুবল প্রমুখ।
এদিকে টাঙ্গাইলের দেলদুয়ারে নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা।
শুক্রবার দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হেসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আকতারুন নেছা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: ফজলুল হক, উবিনীগের জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম রফিকুল আলম।
বিডি প্রতিদিন/২ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল