সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কলেজ ছাত্রী শ্যালিকাকে যৌন হয়রানির অভিযোগে সিরাজুল ইসলাম (২৫) নামে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত সিরাজুল উল্লাপাড়া উপজেলার দাদপুর গ্রামের আসমত আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার এসআই মোশারফ হোসেন জানান, বখাটে সিরাজুল ওই কলেজ ছাত্রীর বড় বোনকে বিয়ে করে। এর কিছুদিন পর মেঝ বোনকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে। কিছুদিন যাবত এই কলেজছাত্রীকেও বিয়ের প্রলোভনে নানা রকম কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় রবিবার সকালে মেয়েটি কলেজে যাবার সময় শ্যামলী পাড়া বাসষ্ট্যান্ড এলাকায় সিরাজুল তার পিছু নেয় এবং কুপ্রস্তাব দেয়। এ সময় মেয়েটি পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে পৌঁছে বখাটে সিরাজুলকে আটক করে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার