মেহেরপুরের গাংনীতে আজিবাইকের রডের ধাক্কায় আছিয়া আক্তার মিষ্টি নামের ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শিশু আছিয়া আক্তার মিষ্টি গাংনী মহিলা কলেজ মোড়ের মফিজুল ইসলামের মেয়ে।
শিশুটির দাদা বাবর আলী জানান, শিশুটির মা চামেলি খাতুন ও দুই ফুফু তাকে ডাক্তার দেখিয়ে মেহেরপুর থেকে গাংনী ফিরছিলো। ফেরার পথে গাংনীর গাড়াডোব নামক স্থানে পৌঁছালে চামেলি খাতুনের গলার ওড়না ইজিবাইকের চাকার সাথে পেঁচিয়ে যায়। এসময় কোলে থাকা শিশু মিষ্টি ওড়নার সাথে জড়িয়ে যায়। মা শিশুটি জড়িয়ে ধরে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু এসময় ইজিবাইকের রডের সাথে বারবার ধাক্কা খেলে শিশুটি আহত হয়।
আহত মিষ্টিকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে অক্সিজেন দেওয়া শুরুর অল্প সময়ের মধ্যেমৃত্যু বরণ করে। শিশুর মৃত্যুতে তার মা বাবা বারবার মূর্ছা যান এবং পরিবারের লোকজন শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর