কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামরী কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, দুইটি বুলেট ও ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃত হলেন হ্নীলা ইউনিয়নের উলুচামরী কোনাপাড়া এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে দেলোয়ার (২৭)।
রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামরী কোনাপাড়া এলাকার আনোয়ার বসতঘর ও দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ২টি বুলেট ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানা পরিদর্শক তদন্ত এবিএমএস দোহা জানান, তারই নেতৃত্বে উপ-পরিদর্শক সাব্বির, বোরহান উদ্দিন ভূইয়া, সহকারী উপ-পরিদর্শক দিদারসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের উলুচামরী কোনাপাড়া এলাকায় একদল পুলিশ ইয়াবা ব্যবসায়ী সন্ত্রাসীরা অবস্থান করছে। এমন সংবাদে অভিযানে যায় পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে বিদেশী পিস্তল, ২টি বুলেট ও ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পিস্তল ও ইয়াবাসহ আটক দেলোযারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর সোমবার কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর