চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের বীজ ও ভূষিমাল ব্যবসায়ী জাহিদুল ইসলাম চঞ্চলকে আটক করেছে পুলিশ।
তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ রবিবার রাত ২টায় চঞ্চলের গোডাউন থেকে চার রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, দৌলাতদিয়াড় গ্রামে বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে গিয়ে পিস্তল দেখিয়ে তাকে কাজ দেওয়ার জন্য হুমকি দেয় চঞ্চল। হুমকি দেওয়ার সময় তা সিসি ক্যামেরায় ভিডিও ধারণ হয়। পুলিশ অভিযোগ পেয়ে রবিবার রাত ৮টার দিকে দৌলাতদিয়াড় গ্রামের জাহিদুল ইসলাম চঞ্চলকে আটক করে।
পরে রাত ২টায় তার স্বীকারোক্তি অনুযায়ী হাতিকাটা গ্রামে চঞ্চলের ভূষিমালের গোডাউন থেকে চার রাউন্ড গুলিভর্তি একটি অত্যাধুনিক পিস্তল ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা