লক্ষ্মীপুরের রায়পুরে মাইক্রোবাসযোগে পাচারকালে ৯ মণ জাটকাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এছাড়া জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস। জব্দকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, অসহায় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে। মাইক্রোবাস চালককে দেওয়া হয়েছে ১ বছরের জেল।
জানা যায়, সোমবার সকালে উপজেলা খাসের হাট বাজার এলাকায় স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল এসে মাইক্রোবাস থেকে ৯ মণ জাটকা, মাইক্রোবাস চালক মো. মাহাবুব আলম ও ব্যবসায়ী জুয়েলকে আটক করে থানায় নিয়ে যান। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাহাবুব আলমকে এক বছরের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেন। ব্যবসায়ী জুয়েলের বয়স কম হওয়ায় মুচলেকা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
হাজীমারা পুলিশ ফাঁড়ি থানার পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে টহল পুলিশ সকালে অভিযান চালিয়ে অবৈধভাবে জাটকা ইলিশ পাচারকালে মাইক্রোবাসসহ দুইজনকে আটক করে। মাইক্রোবাসের ভেতর থেকে ৯ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, অসহায় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে। মাইক্রোবাস চালক মাহাবুব আলমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল