কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চর পাড়াতলা গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে তালতলা বাজারের কাছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনোয়ার বেগম তালতলা বাজারের পাশে রাস্তা পাড় হওয়ার সময় বালুভর্তি একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার