জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছে বাগেরহাট স্বাস্থ্য বিভাগ। সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ বাগেরহাট জেলার পুষ্টি বিষয়ে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, খুলনা বিভাগের মধ্যে বাগেরহাট জেলার মানুষের পুষ্টির সূচক অনেক উপরে। তবে, এরমধ্যেও অনেকেই পুষ্টি সম্পর্কে সচেতন না থাকায় জনগণের মধ্যে পুষ্টি ঘাটতি রয়ে গেছে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদারসহ সংবাদ কর্মীরা বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/ফারজানা