মাগুরা সদর উপজেলার পাটকেল বাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৬ বছরের এক কিশোরীকে বিয়ে করার অপরাধে বর ও পুরোহিতসহ চার জনকে কারাগারে পাঠিয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, গোপন সূত্রে জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গত রবিবার রাতে ভাভিযান পরিচালনা করে। পরে আজ সোমবার দুপুরে বর সুব্রত বিশ্বাসকে (২২) ৭ দিন, পুরোহিত বিকাশ চন্দ্রকে ৩ দিন, বরের ভগ্নিপতি বাসুদেব সরকারকে ৫ দিন ও মেয়ের দাদু কিরণ চন্দ্রকে ৫ দিনের জেল প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার