মাগুরা সদর উপজলার কেচুয়াডুবীতে জিংক সমৃদ্ধ ব্রী ধান ৭৪ এর আলোচনা সভা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্থানীয় বেসরকারি সংস্থা সিও এবং হার্ভেস্ট প্লাসের আয়োজনে আলোচনা সভায় ডাক্তার গণেশ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সিও এর সহ সভাপতি তোফাজ্জেল হোসেন, মাগুরা প্রেসক্লাবের সাধরণ সম্পাদক শামীম খান প্রমুখ।
এ সময় কৃষি কর্মকর্তারা জানান, ব্রী-৭৪ ধানে জিংক আছে। যা মানুষের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। বিশেষ করে শিশু ও মহিলারা এই ধানের ভাত খেলে তাদের শারীরের স্বাভাবিক বৃদ্ধি হয়। বোবা, কালা ও বেটে হয় না। পাশাপাশি শরীরের হাড়ের ক্ষয়রোধ করে। এ ছাড়া এই ধান রোপনের পর অন্যান্য ধানের চেয়ে আগে পাকে। ঝড়-বৃষ্টিতে পড়েনা পাশাপাশি অন্যান্য ধানের তুলনায় বেশি ফলন হয়।
পরে মাঠে ব্রী ৭৪ ধানের ক্ষেত পরিদর্শন করেন। এ সময় অনুষ্ঠানে শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল