ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্দিষ্ট পরীক্ষার আগেরদিন একটি বিষয়ের প্রশ্নপত্র খুলে ফেলায় ওই পরীক্ষা স্থগিত করে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
গত রবিবার সকাল সাড়ে ৯টার দিকে আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
গত রবিবার (২৮/০৪/২০১৯) ছিল চলমান এইচএসসি পরীক্ষার ফিনান্স ও ব্যাংকিং বিষয়ক প্রথম পত্রের পরীক্ষা। কিন্তু ভুলে ফিনান্স ও ব্যাকিং বিষয়ক দ্বিতীয় পত্রের নৈবত্তিক (এমসিকিউ) প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেলা হয়। দ্বিতীয় পর্বের পরীক্ষা হওয়ার কথা ছিল সোমবার ২৯ এপ্রিল। এ ঘটনা ঘটার পর ঢাকা শিক্ষা বোর্ড সোমবার নির্ধারিত ফিনান্স ও ব্যাকিং বিষয়ক দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত ঘোষণা করে আগামী ৭ মে মঙ্গলবার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও ওই কলেজের অধ্যক্ষ মনিরুল হক সিকদার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ভুলক্রমে আলফাডাঙ্গা থানা থেকে ফিনান্স ও ব্যাংকিং বিষয়ক প্রথম প্রত্রের নৈবত্তিক প্রশ্নের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র এনে তা খুলে ফেলা হয়। এ ঘটনা দ্রুত ফরিদপুরের জেলা প্রশাসক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়।
তিনি বলেন, গত রবিবার ওই বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা যথারীতি সম্পন্ন হলেও ঢাকা শিক্ষা বোর্ড সোমবার (২৯.০৪.১৯) অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বের পরীক্ষা স্থগিত ঘোষণা করে আগামী ৭ মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন