লক্ষ্মীপুরে সেই তরুনী শাহেনুর হত্যা মামলার প্রধান আসামি সালাহ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) বিকালে রামগতির বুড়া কর্তার আশ্রম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কমলনগর থানার ওসি ইকবাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহেনুর হত্যা মামলার প্রধান আসামি সালাহ উদ্দিনকে তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক চিহ্নিত করে এবং বিভিন্ন কৌশল ব্যবহার করে গ্রেফতার করা হয়। ঘটনার পর চট্রগাম, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে পালিয়ে ছিল সে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শাহেনুর হত্যার রহস্য উদঘাটন হবে বলে জানান ওসি।
জানা যায়, স্ত্রী’র মর্যাদা চাইলে কেরোসিনের আগুনে পুড়িয়ে শাহেনুরকে হত্যার চেষ্টা করে কমলনগরের চরফলকন নিবাসী সালাহ উদ্দিন। পরে সোমবার গত সোমবার (২২ এপ্রিল) সকালে অগ্নিদগ্ধ শাহেনুর ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় নিহতের বাবা জাফর উদ্দিন বাদী হয়ে সালাহ উদ্দিনকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে এজাহারে নাম থাকা আরো ৪ আসামিকে গ্রেফতার করে ২ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর