ফরিদপুরের মধুখালীতে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৮-২০১৯ এর আওতায় ক্রীড়া অধিদপ্তর আয়োজিত ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।
আজ সোমবার বেলা ১২টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উৎপল কুমার ভোৗমিকের সঞ্চালনায় সাতার প্রশিক্ষণ কর্মসূচির সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জান বাচ্চু।
সমাপণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ, জেলা ক্রীড়া কর্মকর্তা শাহীন সুলতান রাজা। উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষার্থী মাসব্যাপী সাঁতার শিক্ষণ ও প্রশিক্ষণে অংশগ্রহন করেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার