অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করায় কুমিল্লা নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো:
আছাদুল ইসলাম এই জরিমানা করেন।
সূূত্র জানায়,মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে নগরীর আদিবা ফুডকে পাঁচ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় ফয়সাল ফার্মেসিকে ১০হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে পুলিশ লাইন্স এলাকার হোটেল আল শাহরিয়ারকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন