কুমিল্লার বুড়িচং উপজেলার ২০ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সোমবার উপজেলার গোমতী নদী সংলগ্ন এলাকায় এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় স্থানীয় নেতারা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় বাধা দেয়।
কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ডিজিএম (সিকিউরিটি) মো. হেলাল উদ্দিন শিকদার জানান, বুড়িচং উপজেলার বালীখাড়া ব্রিজ হয়ে নদীর ওপাড়ে প্রায় ২০ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করি। এ সময় স্থানীয় উপজেলা আওয়ামী লীগ নেতা ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন তার সহযোগী সোলায়মানসহ আরো বেশ কয়েকজন লোকজন আমাদেরকে বাধা প্রদান করে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ওই নেতা চলে যান। ২০ কিলোমিটারের এ লাইনের মাধ্যমে ৩৩’শ টি চুলায় গত তিন বছর ধরে গ্যাস সঞ্চালন করা হয়। এতে সরকারের কয়েক কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
এদিকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর কাজে বাধাদানের বিষয়ে জানতে চাইলে বিল্লাল হোসেন বলেন, এ বিষয়ে আমি কোনো কথা বলবো না। আমরা বৈধভাবে লাইন সংযোগ দিয়েছি।
বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন লি. এর কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত না থাকলে কিভাবে এই অবৈধ লাইন সংযোগ দেয়া হলো এমন প্রশ্নের জবাবে ডিজিএম (সিকিউরিটি) মো. হেলাল উদ্দিন শিকদার জানান, নিশ্চয়ই এখানে কেউ না কেউ জড়িত রয়েছে। দায়ীদের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা খানম, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশল বিভাগের ডিজিএম মর্তুজ রহমান খান, ডিজিএম সেলস সাইফুল আলম ভূঁইয়া, ডিজিএম ভিজিল্যান্স রবিউল হকসহ র্যাব, পুলিশ ও অন্যান্য কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন