সাভারে পিয়াজ ভর্তি ট্রাকে অভিযান চালিয়ে ১২শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
সাভার মডেল থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করে ঢাকা উত্তর ডিবি পুলিশ।
এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, ঢাকা জেলার সাভার উপজেলার ভাকুর্তা এলাকার ইসমাইলের ছেলে আমজাদ (১৯), একই উপজেলার আমিনবাজার বরদেশি গ্রামের মোশারফের ছেলে সাইমন (৩২)।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ঢাকা উত্তর ডিবি পুলিশ গোপন সংবাদে জানতে পারে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ড-১১-৮১৫২ নং মালবাহী ট্রাকে পিয়াজের ভেতর বিপুল পরিমান ফেন্সিডিল রয়েছে।পরে পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের পাশের অভি পেট্রোল পাম্পের সামনে ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এ সময় ৬টি বস্তায় মোট ১২শ’ বোতল ফেন্সিডিল উদ্বার করা হয়। অবৈধভাবে এসব ফেন্সিডিল পরিবহনের দায়ে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিল।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম