ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার কলমী ইউনিয়ন পরিষদে বাসা থেকে ভিজিএফের চালসহ ইউপি সদস্য মো. জলিল ফরাজীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় ইউপি সদস্যের নিজ বাড়ি থেকে দেড় টন ভিজিএফ চালসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ঐ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি জানান, জলিলের বাড়ি থেকে এক হাজার ২শ ৬৮ কেজি চাল এবং ৪শ সরকারি চালের খালি বস্তা উদ্ধার করা হয়েছে।
শশীভূষণ থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, অভিযুক্ত ইউপি সদস্য জলিল ফরাজীর বিরুদ্ধে ৪০৮ ও ৪২০ ধারায় মামলা করা হয়েছে। এই ঘটনার পর থেকে ইউপি সদস্য জলিল পলাতক। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/শফিক