নরসিংদীতে বিদেশী পিস্তল সহ সুমন নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার দুপুরে সদর উপজেলার শালিদা মুক্তি চত্তর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্ধ করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সুমন মিয়া(৩০), নাগরিয়াকান্দি এলাকার বিল্লাল মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, সুমন নারগরিয়াকান্দি এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার কাছে স্ত্র আছে এমন সংবাদের ভিত্তিতে তার গতিবিধি র্যাকি করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় রবিবার ভোরে শহরের মুক্তি চত্তর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের এস আই রুপম কুমার সরকার বলেন, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন