ঈদ জামাতে মুসল্লিদেরকে শুধুমাত্র জায়নামাজ নিয়ে আসার অনুরোধ করেছেন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। নিরাপত্তার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি রবিবার দুপুরে শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
তিনি আরও জানান, এবার শোলাকিয়ায় ঈদুল ফিতরের ১৯২তম জামাত অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় জামাত শুরু হবে। এ ঈদ জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ। ঈদ জামাতকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন করা হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহদী হাসান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শামসুল ইসলাম খান মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন