ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ থেকে অসহায় দুস্থদের মাঝে চাল বিতরণের সময় ভিজিএফ’র ১০ বস্তা চাল উধাও হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাময়িক ভাবে চাল বিতরণ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ, আজ রবিবার সকাল ৯টা থেকে কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শুরু করেন ইউপি চেয়ারম্যান। এসময় ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ক্ষমতাসীন দলের লোকজন ভিজিএফ’র ১০ বস্তা চাল নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনার পর ইউনিয়ন পরিষদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে চাল বিতরণ বন্ধ রাখেন। কয়েক ঘণ্টা পর স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের হস্তক্ষেপে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে প্রশাসনের উপস্থিতিতে আবারও চাল বিতরণ করা হয়। এদিকে কার্ডধারীরা চাল বিতরণের নানা অনিয়মের কথা তুলে ধরেন।
জগনন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মাস্টার জানান, ইউনিয়ন পরিষদ থেকে ৩০ ভাগ পায় দল। এই ১০ বস্তা চাল বিতরণের জন্য সেচ্ছাসেবক লীগকে দেয়া হয়েছে। তারা ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ না করে পাশে নিয়ে রেখেছে বলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলার পিআইও অফিসের অফিস সহকারী অসীদ কুমার দাস জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থলে আসি। উধাও হওয়া ১০ বস্তা চাল আমরা ফেরত পেয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক। চাল ফেরত পাওয়ার পর পুনরায় চাল বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার