ভালুকায় লরির ধাক্কায় নাজমুল হক (৩৫) নামের এক ভ্যানচালক নিহত ও ৫ নারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌর সদরের বাগরাপাড়া এ. আর. ফিলিং স্টেশনের সামনে। নিহত ভ্যানচালক নাজমুল হক গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের রহমত উল্লার ছেলে।
ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবার হাসান জানান, উল্টো পথগামী লরির ধাক্কায় অটোযাত্রী নাজমুল হক, শ্রী সিতা রানী, দিবা রানী, সুশিলা, সবিতা, গীতা রানী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে গুরুতর আহত নাজমুল হক নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার