বগুড়ায় ঈদ উল ফিতরের নামাজের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বগুড়া পৌরসভা থেকে ভিন্ন ভিন্ন কর্মসূচি গ্রহণ করে। বগুড়া জেলা শহরের ঈদগাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রঙ করে নতুন করে সাজানো হয়েছে। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদগা মাঠে বর্ণিল রঙের ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছে। করা হয়েছে লাইটিংও।
মুসল্লীদের ঈদের নামজের জন্য প্রস্তুত করা হয়েছে মাঠ। নামাজের শহরে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা পুলিশ বিভাগ। বগুড়া শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব ও কেন্দ্রিয় জামে (বড়) মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল কাদের জানান, বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রিয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। তবে বৃষ্টি হলে এবং মাঠ অনুপযোগী হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রিয় (বড়) মসজিদে সকাল সাড়ে ৯টায়। বগুড়ায় আহলে হাদিস এর ঈদের নামাজ এবার অনুষ্ঠিত হবে সকাল ৮টায় মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে। এর আগের বছরগুলো জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হলেও মাঠ সংস্কার এর জন্য স্থান পরিবর্তন হয়েছে এবার। এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে। এভাবে শহরজুড়ে প্রায় প্রত্যেক ঈদগাহ ও মসজিদে সকাল আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা (বিপিএম বার) জানান, ঈদের আগে থেকেই জেলায় পুলিশের বেশ কিছু টিম কাজ করছে। ঈদ মার্কেট শুরু করে বাসস্ট্যান্ড ও মহাসড়কেও রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঈদের দিন নামাজের সময়েও থাকবে নিরাপত্তা ব্যবস্থা। তিনস্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক