বরিশাল নগরীতে তৈরি পোশাকের অতিরিক্ত মূল্য রাখায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় আমদানি করা পোশাকের বৈধ কোনো কাগজপত্র না থাকা এবং অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে নগরীর হেমায়েত উদ্দিন রোডের জেমিনিস ফ্যাশনকে ১০ হাজার টাকা, চন্দ্রবিন্দু শো রুমের ম্যানেজারকে ৫ হাজার এবং জাহান স্টাইল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিক।
বিডি-প্রতিদিন/শফিক