বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর ক্রসফায়ার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে উভয় বাসের চালকসহ দশ জন আহত হয়েছে।
রবিবার দুপুরে দুর্ঘটনায় আহত চালক আক্কাস শেখসহ দুইজনকেবরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) এবং তিন যাত্রীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মডেল থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটিকে আটক করেছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক