বাগেরহাটের শরণখোলায় পাঁচ হাজার টাকার জাল নোটসহ মহিদুর রহমান (৬২) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মহিদুর রহমান হাওলাদার উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামের মৃত. আব্দুল গফুর হাওলাদারের ছেলে ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার সরকার জানান, দুপুরে খবর পেয়ে রায়েন্দা বাজারের ফল পট্রি এলাকা থেকে পাঁচ হাজার নতুন টাকাসহ মহিদুর রহমান নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। আটক মহিদুর রহমান তার শ্যালকের তিন ছেলে ও এক মেয়ের জন্য প্রায় ১৫ হাজার টাকার কাপড়, জুতা ও অন্যান্য বাজার করেন। ওই টাকাগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার