বাগেরহাটের রামপালে মৎস্য আড়তের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার ঝনঝনিয়ার চেয়ারম্যানের মোড় মৎস্য আড়তে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
আহতরা হলেন উপজেলার ঝনঝনিয়া গ্রামের খাদেম আলীর স্ত্রী বেনজিরা বেগম (৪৫), নাসির হোসেনের স্ত্রী রেখা বেগম (৪০), বাকি বিল্লাহ (৩০), লিটন মল্লিক (৩০), নজমাল হোসেন (৪৫), নজরুল ইসলাম (৪৫), তরিকুল ইসলাম (২০), আব্দুল্লাহ (২০), তৈয়াবুর রহমান (৫০) ও মোরশেদ শেখ (৪৫)। এ হামলায় নেতৃত্ব দেয় সন্ত্রাসী ওলিউর রহমান, সে আগে বনদস্যু ছিল।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঝনঝনিয়ার চেয়ারম্যানের মোড় মৎস্য আড়তের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঐ গ্রামের আত্মসমর্পণ করা বনদস্যু ওলিউর রহমান সিদ্দিকসহ বোরহান, তাহিদ, ওলিল তাদের লোকজন নিয়ে সকালে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে প্রতিপক্ষের দুই নারীসহ ১০ জন আহত হয়েছে। ফের হামলার আশঙ্কায় ঝনঝনিয়ার চেয়ারম্যানের মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক