বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিনগত রাতে নদীর বাইশারী খালের মুখ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানান, সন্ধ্যা নদীর বাইশারী খালের মুখে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রবিবার মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে; তবে উদ্ধার হওয়া লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে বলে জানান থানার এসআই মো. মনিরুজ্জামান।
বিডি-প্রতিদিন/শফিক