পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বরিশাল কেন্দ্রীয় কারাগারে শতাধিক বন্দির মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে সমাজ সেবা অধিদপ্তরের অপরাধ সংশোধনী ও পুনর্বাসন সমিতির উদ্যোগে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বন্দিদের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণ করেন।
এ সময় অন্যান্যর মধ্যে সমিতির সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সদস্য অ্যাডভোকেট এসএম ইকবাল, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী বিজয় কৃষ্ণ দে, ব্যবসায়ী রিয়াজুল কবীর এবং মহানগর সমাজসেবা অফিসার শ্যামল সেন গুপ্ত ছাড়াও কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক, জেলার মো. ইউনুস জামান, ডেপুটি জেলার মো. ইব্রাহিম, কারা হাসপাতালের চিকিৎসক ডা. মো. শামীম রেজা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, আজ বন্দিরা পরিবার-পরিজন ছাড়া ঈদ উদযাপন করছে। এতে বন্দিদের মনে দুঃখ রয়েছে। এতে প্রশাসনও ব্যথিত। বন্দিদের উদ্দেশ্যে তিনি বলেন, অপরাধ যত কমে আসবে সমাজ ততই ভাল হবে। বন্দিরা এখান থেকে সংশোধীত হয়ে নতুন একটি জীবন গড়ে তুলবেন বলে প্রত্যাশা করেন তিনি।
এর আগে জেলা প্রশাসক কারাগারে প্রবেশ করলে কারারক্ষী ও বন্দিরা তাকে গার্ড অব প্রদান ও ছালাম প্রদান করেন। পরে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বন্দিদের রান্না ঘর সহ কারাভ্যন্তরের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন