বরিশালের উজিরপুর উপজেলায় জয়শ্রী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিহাব (১১) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনায় মুন্না (১১) নামে আরেক শিশু মারাত্মক আহত হয়েছে।
শিশু শিহাব বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া গ্রামের ওমর হোসেনের ছেলে এবং শিকারপুর নূরানী মাদ্রাসার ছাত্র ছিল ছিলো। সে পরিবারের সঙ্গে জয়শ্রী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। গুরুতর আহত মুন্নাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্না মাদারীপুরের মাইশপাড়া এলাকার মো. মহসিনের ছেলে এবং জয়শ্রী এলাকায় নানা বাড়িতে থেকে সে পড়াশুনা করে।
স্থানীয়রা জানান, শিহাবের বাড়ির পাশের পুকুরে বৈদ্যুতিক ক্যাবল ছিড়ে পড়ে। এতে পানি বিদ্যুতায়িত হয়ে পুকুরের মাছ ভেসে ওঠে। শিহাব ও মুন্না মাছ ধরার জন্য পুকুরে নামে। এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুন্নাকে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসক।
উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার