ময়মনসিংহের ফুলপুরে মোটরসাইকেলের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোফাখখারুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার ঢাকা-শেরপুর মহাসড়কের চাঁনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোফাখখারুল উপজেলার হোসেনপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এ সময় নেত্রকোনা জেলার পূর্বধলার ফয়সাল আহমেদ নামে আরেকজন আহত হয়েছেন।
জানা যায়, ফয়সাল মোটরসাইকেলে করে ভাইটকান্দি যাওয়ার পথে চাঁনপুরে ব্রিজের মোড় ক্রস করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এ ঘটনায় মোফাখখারুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাথে থাকা মোটরসাইকেল যাত্রী ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন