ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের নয়াডিঙ্গী এলাকায় ঢাকাগামী কে লাইন পরিবাহনের একটি এসি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়ির পুরো অংশই পুড়ে গেছে।
তবে গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা দুর্ভোগে পড়েন।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা জান্নাতুল নাঈম বলেন, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই আগুনের ঘটনা ঘটে।
গাড়ির ইঞ্জিনের ওভারহিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম