ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার চরইসলামপুর ইউনিয়নের ভিজিএফ কার্ডধারীদের প্রত্যেককে ১৫ কেজি চাল দেয়ার নির্দেশনা থাকলে তা করা হয়নি। প্রত্যেককে দেয়া হচ্ছে ১০/১১ কেজি করে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কার্ডধারীরা জানান, সব সময় আমাদেরকে ১০/১১ কেজি করে চাল দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চরইসলামপুর ইউনিয়নে ৪ শতাধিক লোকের মাঝে ভিজিএফ'র চাল বিতণর করা হয়। গত রবিবার থেকে চাল বিতরণ শুরু হলে চাল কম দেয়ায় লোকজন হৈ-চৈ শুরু করেন। এসময় ইউপি চেয়ারম্যান দানা মিয়া ও স্থানীয় ইউপি সদস্য লোকজন শাসিয়ে থামিয়ে দেন। এ নিয়ে বাড়াবাড়ি করা হলে পরবর্তীতে তাদের এ সুযোগ দেয়া হবে না।
ইউনিয়ন সচিব পরিতোষ দাস জানান, জনপ্রতি সাড়ে ১৪ কেজি চাল দেয়া হয়েছে। অন্য অভিযোগ সঠিক নয়।
ইউনিয়ন কৃষি অফিসার ও তদারকি কর্মকর্তা আজিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, জনপ্রতি ১৫ কেজি চাল দেয়া হয়েছে। তবে কতজনের মাঝে দেয়া হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
চরইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আলী আহমেদ জানান, আমরা লোকসংখ্যা কম থাকলে ২০ কেজি আর বেশি থাকলে ১০ কেজি করে বিতরণ করি।
চরইসলামপুর ইউপি চেয়ারম্যান দানা মিয়া জানান, আইন মাফিক ১৫ কেজি করে চাল দিয়েছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার